মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিষপান করে ছালমা বেগম (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার ভোরে সাটুরিয়া উপজেলার হরগজ খালপার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাশু ওরফে বাশি মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ছালমা তার বাড়ির পাশে একটি ভূট্টা ক্ষেত থেকে গবাদিপশুর খাদ্যের জন্যে ভুট্টার পাতা ভেঙে আনে। পরে বিষয়টি নিয়ে ক্ষেতের মালিক নোয়াজ আলী স্থানীয়ভাবে সালিশ ডাকেন।

শুক্রবার রাতে ওই সালিশের মধ্যে ছালমা বেগমকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে আর্থিকভাবে জরিমানা করা হয়। অপমান এবং জরিমানার বিষয়টি ছালমা বেগম সহ্য করতে না পেরে রাতেই বিষপানে আত্মহত্যা করেন।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় আত্মহত্যায় প্ররোচণামূলক একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ওই সালিশের মাতব্বর আখের আলী এবং সাক্ষী হালিম মিয়াকে আটক কর‍া হয়েছে বলেও তিনি জানান।

(ওএস/এইচআর/জুলাই ০৫, ২০১৪)