স্পোর্টস ডেস্ক : তিন নম্বরে ব্যাট করা নিয়ে অনেক দিন থেকেই ঝামেলায় বাংলাদেশ দল। ইমরুল, মুমিনুল, সাব্বিরের মত অনেককে দিয়ে পরীক্ষা করা হলেও কেউ সফল হতে পারেনি। অবশেষে এই কঠিন দায়িত্বটি তুলে নিলেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। আর ব্যাট হাতে সফলও হচ্ছেন এই তারকা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে দেখা পেলেন ক্যারিয়ারের ৩৬তম হাফ সেঞ্চুরি।

টস হেরে ব্যাট করতে ভালোই শুরু করেন দুই ওপেনার তামিম ও বিজয়। উদ্বোধনী এই জুটি থেকে আসে ৭১ রান। ব্যক্তিগত ৩৫ রান করে পেরেরার বলে ডিকভেলাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিজয়। দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গে নিয়ে জুটি গড়েন সাকিব। তামিম ৮৪ রান করে আউট হলে ৯৯ রানের জুটি ভাঙে।

তবে মুশফিককে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ৩৬ তম সেঞ্চুরি তুলে নেন সাকিব। থিসারা পেরেরার বলে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। এ হাফ সেঞ্চুরি করতে সাকিব খেলেন ৫০ টি বল। এতে ছিল ৫টি চারের মার।

(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)