ফরিদপুর প্রতিনিধি : সরকার দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘দেশের একটা অংশ বা একটা অঙ্গকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হতে পারে না। উন্নয়ন করতে হলে দেশের সকল অংশকে নিয়ে কাজ করে উন্নয়ন ঘটাতে হবে।’

শুক্রবার সকালে মন্ত্রী ফরিদপুরে শহরের নিজ বাড়িতে বদরপুর নর্থচ্যানেল ইউনিয়নের মৎস্য সমবায় সমিতির সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের অবহেলিত চরবাসীকে আর চরে বলা ঠিক হবে না, আমরা সবাই সমান।

সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামন মোস্তাক ও একজন উপকারভোগী।

পরে মন্ত্রী সমবায় সমিতির ১৫৫ সদস্যর মধ্যে লভ্যাংশ হিসেবে ৪ লাখ ৩৩ হাজার টাকা বিতরণ করেন।

(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)