স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় কনফারেন্স রুমে স্টিলের ছাউনিতে জমে থাকা ময়লার স্তূপে অগ্নিকাণ্ড ঘটেছে। 

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও হাসপাতালে দায়িত্বরত আনসার ও রোগীর স্বজনরা জীবনের ঝুঁকি নিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ভবনে ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা রোগীরা স্বজনদের কাঁধের ওপর হাত দিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকেন।

এ সময় অনেককে বলতে দেখা যায় হাসপাতালে কি পরিচ্ছন্ন কর্মী নেই? ছাউনিতে জমে থাকা ময়লার স্তূপে আগুন লাগে কীভাবে? ঢামেকের নতুন ভবনে আগুন, রোগী–স্বজনদের মধ্যে আতঙ্কএদিকে, খবর পেয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ও নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াদ ঘটনাস্থলে ছুটে আসেন।

ওয়ার্ড মাস্টার মো. রিয়াদ বলেন, হাসপাতালে আগত রোগীর স্বজনদের নিক্ষিপ্ত সিগারেটের আগুনে ময়লার স্তূপে আগুন লাগতে পারে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)