নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে একই দিনে গৃহবধূ ও দিনমজুর হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় মোস্তফা হোসেন (৫৫) নামের এক দিনমজুরকে কিল, ঘুষি ও পদদলিত করে হত্যা করা হয়েছে।

এর আগে ভোরে জোয়াড়ি ইউনিয়নের আহম্মেদপুর বাজারে ট্রাক ড্রাইভার রহসউদ্দিন সেখ তার দ্বিতীয় স্ত্রী খালেদা বেগম (৩৫)কে গলা টিপে হত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে। উভয় ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।

নগর ইউপি চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালু জানান, পার্শবর্তী কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে দিনমজুর মোস্তফা পাঁচবাড়িয়া গ্রামের গৌতম মেকারের কাছে সুদে ১২ হাজার টাকা নেন। এই টাকা পরিশোধ না করায় মোস্তফাকে কয়েন বাজার এলাকার সানোয়ারের আম বাগানে ডেকে নিয়ে গৌতম ও সহযোগী সবুজ সেখ শারিরীক নির্যাতন চালায়। এতে তিনি জ্ঞান হারালে তাকে ফেলে রেখে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ ও স্থানীয়রা জানান, আহম্মেদপুর বাজারে ভাড়া বাসায় পারিবারিক কলহের এক পর্যায়ে ট্রাক ড্রাইভার রইসউদ্দিন সেখ স্ত্রীকে গলা টিপে হত্যা করে মৃতদেহের গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। রইসউদ্দিন সদর উপজেলার চর-তেবাড়িয়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত হত্যাকারীরা পলাতক রয়েছে। লাশ দুটোর ময়না তদন্তের কাজ সম্পন্ন করা হয়েছে।

(এডিকে/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)