নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে। এজন্য পূর্ব নওগাঁর দোগাছী মাঠে চলছে বিশাল প্যান্ডেল তৈরীর কাজ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ কাজ চলছে অন্তত ৬০ হাজার মুসল্লির স্থান সংকুলানের এই প্যান্ডেল। 

২৭ জানুয়ারি শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে নওগাঁ জেলার এই এজতেমা। ইতোমধ্যে পানি, পয়ঃনিষ্কাষণসহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষের দিকে। দিন-রাত চলছে প্যান্ডেল নির্মাণ কাজ। এই ইজতেমায় এবার লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের ধারনা।

মুসল্লিদের বয়ান শোনার সুবিধার্থে ১৫০টি মাইক সেট স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তারা। ইজতেমা শুরুর আগের দিন ঢাকার কাঁকরাইল মসজিদ থেকে ইমাম পাঠানো হবে বলেও আয়োজকরা জানিয়েছেন ।

(বিএম/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)