মদন (নেত্রকোনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদনকে শতভাগ বিদ্যুৎতায়িত উপজেলা ঘোষণা করার ৩৯ দিন পরেও নেত্রকোনার মদনে একটি গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছেনি। ফলে বিদ্যুতের অলো থেকে বঞ্চিত রয়েছে এ সব পরিবার গুলো।

উপজেলার তিয়শ্রী ইউনিয়নে এ গ্রামের নাম মাটুয়া। এক সময় এ গ্রামে বহু পরিবারের বসবাস থাকলেও চোর ডাকাতের উপদ্রবে অনেকই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। বর্তমানে ১৬টি পরিবার এই গ্রামে বসবাস করছেন। গত ১০ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মদনকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করলেও বিদ্যুৎ সংযোগের আওতা থেকে বাদ পড়ে এ গ্রামটি।

মাটুয়া গ্রামের লোকজন মদন ও নেত্রকোনার পল্লী বিদ্যৎ অফিসে বার বার ধর্ণা দিয়ে ও অর্থ ব্যয় করেও বিদ্যুৎ সংযোগ তারা পাননি। তাদের অভিযোগ বিদ্যুৎ পেতে এক কর্মকর্তাকে ৩৫ হাজার টাকাও দিয়েছি।

এ ব্যাপারে মাটুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা জালাল উদ্দিন, হাদিস উদ্দিন, ফখর উদ্দিন, কল্পনা অভিযোগ করে বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের গ্রামে সন্তানদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য বিদ্যুৎ পাওয়ার লক্ষে মদন ও নেত্রকোনার পল্লী বিদ্যুৎ অফিসে বহুবার গিয়েছি। এই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন একজন কর্মকর্তাকে ৩৫ হাজার টাকাও দিয়েছি। বিদ্যুৎ দিবেন বলছেন,কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি না। কবে পাব আমরা তা জানি না। এ ব্যাপার উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ইউপি চেয়ারম্যান মোঃ ফখর উদ্দিন আহমেদ বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন এই মাটুয়া গ্রামের লোকজন যাতে বিদ্যুৎ সংযোগ পায় সে ব্যাপারে আমি ইউএনও স্যারের সাথে আলোচনা করে কাগজ পত্র পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিয়েছি। তবে অচিরেই উনারা বিদ্যুৎ পাবেন।

মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মাহাবুব আলী জানান, শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছাতে একটু সময় লাগবে। মাটুয়া গ্রামেও বিদ্যুৎ পৌঁছবে। তবে কাগজ পত্র পৌঁছলেই এর কার্যক্রম শুরু করা হবে।

(এএমএ/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)