স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে তাতেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে জানিয়েছেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ফখরুল বলেন, দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে, গণতন্ত্র হরণ করা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি।

‘আসুন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো।’

জিয়াউর রহমানের ৮২তম জন্মদিনে জাতীয়তাবাদী শ্রমিক দল এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।
এরপর বিএনপি মির্জা ফখরুল বেলুন ও সাদা কবুতর উড়িয়ে এ শোভাযাত্রা বের করেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, শ্রমিক দলের শাহ মো. আবু জাফর, দক্ষিণের কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান প্রমূখ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে নয়া পল্টনে এসে শেষ হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)