আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রেতাদের কথানুয়ায়ি তাদের নির্ধারিত স্থানে মাদক পৌঁছে দিতে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ হাসপাতালে আহত ছাত্রের সাথে কথা বলেছেন।

উপজেলার বারহাজার বরিয়ালী গ্রামের স্বপন সন্যামতের ছেলে ও বরিয়ালী বারহাজার দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র জিহাদুল ইসলাম (১৩) জানায়, শুক্রবার রাতে একই এলাকার আসলাম সন্যামতের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি সন্যামত, এসকেন্দার সন্যামতের ছেলে পলাশ সন্যামত ও ফারুক সন্যামতের ছেলে সোহাগ সন্যামত তাকে ১শ পিচ ইয়াবা দিয়ে মাদক ব্যবসায়িদের নির্ধারিত স্থানে পৌছে দিতে বলে। মাদ্রাসা ছাত্র জিহাদুল তাদের কথায় ইয়াবা বহনে অপারগতা প্রকাশ করলে ওই তিন ইয়াবা ব্যবসায়ী লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে জিহাদকে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা জিহাদুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহত ছাত্রের চাচা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাসুদ সেরনিয়াবাত বাদী হয়ে শুক্রবার রাতেই উল্লেখিত তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এসআই মিজানুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার সকালে ওসি আব্দুর রাজ্জাক মোল্লা আহত ছাত্রকে হাসপাতালে দেখতে যান ও কথা বলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)