দিনাজপুর প্রতিনিধি : চাকরি জাতীয়করণের দাবিতে তিনদিনের অবস্থান ধর্মঘট শুরু করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ্ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারা গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করে। কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন উপজেলা শাখা হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় কুমার রায় ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

উপজেলা শাখা হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় কুমার রায় ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকে ২২জন হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত থেকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন।

২০১৩ সালে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে রহস্যজনক কারণে সেই উদ্যোগ ভেস্তে গেছে। তাদের চাকরি জাতীয়করণ করার উদ্যোগ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনের অংশ হিসেবে তিনদিনের অবস্থান ধর্মঘট শুরু করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম বলেন, হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) আন্দোলন করলেও ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা প্রদানের কোন সমস্যা হবে না। পূর্ব থেকেই বিকল্প হিসেবে স্বাস্থ্য সহকারির ও এফডাব্লিউদেরকে সেখানে নিয়োজিত করে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)