সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার বেলা বারটার দিকে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর ও সাড়ে বারটার দিকে বেলকুচি উপজেলার চালায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হল বেলকুচি উপজেলার চালা গ্রামের আঃ জলিলের ছেলে আ. হান্নান (১৪)।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার বেলা বারটার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মালবাহি একটি ট্রাক বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের ওজন স্টেশনের নিকট পৌছে চাকা পাংচার হয়ে যায়। চাকাটি সংস্কার করার জন্য খুলে নিয়ে জগ দিয়ে ট্রাকটি উচু করে রেখে ট্রাকটির নিচে কাজ করছিল এর হেলপার। এ সময় আকষ্মিকভাবে জগটি সড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
অপরদিকে শনিবার বেলা সাড়ে বারটার দিকে রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালায় ট্রাকের নিচে চাপা পড়ে আ. হান্নান। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আমিনুল ইসলাম ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হাই সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এসএস/এএস/জুলাই ০৫, ২০১৪)