টাঙ্গাইল প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরে করার প্রতিবাদে ও জেলায় কেন্দ্র পুণর্বহালের দাবিতে টাঙ্গাইল ল কলেজের শিক্ষার্থীরা শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন কলেজের পরীক্ষার্থী মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম বাবু, রত্না আক্তার, আরজিনা আক্তার, রুমা আক্তার, সুমন আহমেদ প্রমুখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরে করার প্রতিবাদ ও জেলায় কেন্দ্র পুর্ণবহালের দাবি জানান বক্তারা।

তারা বলেন, বিভাগীয় শহরের পরীক্ষা দেওয়ার জন্য চার ঘন্টা গাড়িতে যাতায়াত করে পরীক্ষা দেওয়ার মানসিকতা ও শারীরিক অবস্থা থাকবে না। নবজাতক সন্তান নিয়ে ছাত্রীর দূরে গিয়ে পরীক্ষা দেয়া সম্ভব হবে না বলেও জানান বক্তারা। এজন্য তারা পরীক্ষার কেন্দ্র পূনর্বহালের দাবি জানান।

(এনইউ/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)