গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য অফিস কর্তৃক আয়োজিত সিনিয়র মৎস্য কর্মকর্তা বাবু অঞ্জন বিশ্বার এর নেতৃত্বে আগুনমুখা, রামনাবাদ ও  তেতুলিয়া নদী থেকে শনিবার বেলা ১২ টায়  ৯ টি বেন্দি জাল, ২টি ঘের জাল ও  ৫ টি কারেন্ট জাল জব্দ করেন। 

এসময় তিনি বলেন, জেলেদের বেন্দি জাল ও কারেন্ট জালের বিষয়ে আমি জিরো ডলারেন্স আছি। আমার অভিযান অব্যহত থাকবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বলেন, নদীতে কোন জেলে বেন্দি জাল পাতলে আমাকে আপনারা সহযোগীতা করবেন আমি আপনাদের সহযোগীতা চাই। পরে বিকেলে পৌরসভার ফেরী ঘাটে জাল গুলি পুড়িয়ে দেওয়া হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)