আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।দগ্ধ হয়েছেন আরও কয়েকজন।

শনিবার রাতে নয়াদিল্লির উত্তরাঞ্চলীয় বাওয়ানা শিল্প এলাকায় প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় এ আগুন লাগে। নিহতদের মধ্যে ১০ জন নারী আছেন বলে জানা গেছে।

এএফপির জানিয়েছে, কারখানার তিনতলা ভবনের বেসমেন্ট আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ওপরের দিকে উঠতে থাকে। এতে কারখানার প্রায় ২৪ জন শ্রমিক ওপরে আটকা পড়েন। দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে এর তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রথম তলায় ১৩ জনের মৃত্যু হয়। এছাড়া নিচ তলায় তিনজন ও বেজমেন্টে একজন মারা যান। এছাড়া আর কেউ মারা গেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

(ওএস/এসপি/জানুয়ারি ২১, ২০১৮)