স্টাফ রিপোর্টার : তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মাহাথির মোহাম্মদ যা পারেননি, জননেত্রী শেখ হাসিনা সে কাজগুলো করেছেন। সুতরাং কর্ম আর সাহসিকতার বিচারে মাহাথির মোহাম্মদের চেয়ে অনেক ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার রাজধানীর রমনায় হোটেলে ‘বাংলার আমরা’ আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন।

তারানা বলেন, বর্তমান সরকার নির্বাচনী সব ওয়াদা বা ইশতেহার পূরণ করেছে। সরকার যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন করেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় বাস্তবায়ন করেছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণ করেছে।

তিনি আরও বলেন, এত বড় কঠিন চ্যালেঞ্জ মাহাথির মোহাম্মদকেও বাস্তবায়ন করতে হয়নি। সব দিক থেকে বর্তমান সরকারকে সফল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যে দল মুক্তিযুদ্ধসহ এ অঞ্চলের সব ইতিহাসের সঙ্গে জড়িত, সেই দলের পাওয়ার কন্টিনিউশন খুবই জরুরি।

সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলার আমরা'র পরিচালক সাফায়াত ভূঁইয়াসহ আরও অনেকে। পরে সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

(ওএস/অ/জানুয়ারি ২১, ২০১৮)