স্টাফ রিপোর্টার: ঢাকার নিউমার্কেট ভবনকে দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি।

সোমবার বেলা ২টা থেকে ব্যবসায়ীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আনাস উদ্দিন জাগো নিউজকে বলেন, তারা এখনো সড়কে অবস্থান করছে। স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসের অপেক্ষায় আছেন। মার্কেট দোতলা না করতে এবং সিটি কর্পোরেশনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এতে নীলক্ষেত মোড়ের চারপাশের ব্যস্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তারা বলছে, এ ভবন দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে।

সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে নিউমার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। এ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ব্যবসায়ীরা।