তথ্যপ্রযুক্তি ডেস্ক : সময় গণনার জন্য সর্বনিম্ন সেকেন্ড থেকে শুরু করে রয়েছে বছর পর্যন্ত। এর নিচে আছে মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড। তবে এর বাইরে সময় গণনার আরও একটি একক উদ্ভাবন করলেন ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি ডিভিশনের একজন প্রকৌশলী।

ফেসবুক উদ্ভাবিত সময়ের নতুন এই এককের নাম দেওয়া হয়েছে ‘ফ্লিক’। ফ্লিকসের গিটহাব পেজে এককটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, এক ন্যানো সেকেন্ড থেকে বড় এক ফ্লিক। এক ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের ১’শ কোটি ভাগের এক ভাগ। অন্যদিকে এক ফ্লিক হলো এক সেকেন্ডের ৭০ কোটি ৫৬ লাখ ভাগের এক ভাগের সমান।

কিন্তু সময়ের নতুন এক উদ্ভাবনের প্রয়োজন হলো কেন? ফেসবুক জানিয়েছে, ডিজিটাল অডিও এবং ভিডিওর গতি হিসেব করতে ফ্লিক আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

ফিল্ম কিংবা অন্যান্য মিডিয়া ফাইলে ভিজুয়াল ইফেক্টের জন্য প্রতিটি ফ্রেম আলাদা করে হিসেব করা হয়ে থাকে। এখানে সমস্যা হলো ফ্রেম রেট হিসেব করার সময় ন্যানো সেকেন্ড বিবেচনা করলে গণনার ক্ষেত্রে পূর্ণসংখ্যার পরিবর্তে ভগ্নাংশ চলে আসে। ফ্লিকের ক্ষেত্রে এই সমস্যা এড়ানো যাবে।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে- ২৪ এফপিএস’র একটি ফ্রেমে আছে ২৯,৪০০,০০০ ফ্লিকস, ৩০ এফপিএস ফ্রেমে আছে ২৩,৫২০,০০০ ফ্লিকস এবং ৬০ এফপিএস ফ্রেমে আছে ১১,৭৬০,০০০ ফ্লিকস। অর্থাৎ ফ্লিক ব্যবহারে হিসেব রাখার কাজটি আরও সহজ হবে।

সচরাচর ব্যবহৃত অডিও স্যাম্পল রেটের সাথেও বেশ ভালোভাবেই ব্যবহার করা যাবে ফ্লিক।

(ওএস/এসপি/জানুয়ারি ২৬, ২০১৮)