গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ৬৯’র ২৭ জানুয়ারি গণঅভ্যুত্থানের মিছিলে তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হারুণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

এ উপলক্ষে বিভিন্ন সংগঠন শনিবার (২৭ জানুয়ারি) প্রভাত ফেরী, হারুণ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া-মাহফিলের আয়োজন করে।

দিবসটিকে কেন্দ্র করে শহীদ হারুন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, শহীদ হারুন স্মৃতি পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গৌরীপুর সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর নেতৃবৃন্দ।

শহীদ হারুন স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বক্তব্য রাখেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, জয়নাল আবেদীন, কাজী নিজাম চিশতী, তোফাজ্জল হোসেন, আব্দুল গণি, প্রদীপ বাবু, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, গৌরীপুর সরকারি কলেজের প্রদর্শক নূর আহাম্মদ শেখ, দর্শন বিভাগের প্রভাশক হারুন অর রশিদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান লিটন, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক এম এ হাই, সাংবাদিক রায়হান উদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ, সদস্য মুজিবুর রহমান, মুক্তার উদ্দিন, বিল্লাল হোসেন, শ্রমিকলীগ নেতা আলিফ খান, রেলওয়ে শ্রমিকলীগ নেতা ইলিয়াছ উদ্দিন, আ’লীগ নেতা জতিষ চন্দ্র বর্মণ, তপন সাহা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬৯এর গণঅভূত্থানে এই দিনে পুলিশের গুলিতে আজিজুল হক হারুণ শহীদ হলেও আজও রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা পায়নি সে।

(এসআইএম/এসপি/জানুয়ারি ২৭, ২০১৮)