আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণা ব্যাপকভাবে বেড়েছে। বিবিসি ও গ্যালপের জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। বিবিসি'র জনমত জরিপে দেখা যাচ্ছে, তুরস্কের ৮২ শতাংশ মানুষ মার্কিন নীতির বিরোধী।

গ্যালপের জনমত জরিপ থেকেও একই ধরণের তথ্য পাওয়া গেছে। তারা বলছে, তুরস্কের ৮০ শতাংশের বেশি মানুষ মার্কিন আগ্রাসী নীতির বিরোধী। তারা আধিপত্যকামী নীতি পরিবর্তনের দাবি জানিয়েছে।

তুরস্কের রাজনীতিক বিশ্লেষক এন্ডার হালওয়াচিওগ্লু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতি এখন গোটা বিশ্বের জন্যই মাথা ব্যথার কারণ।

তিনি আরও বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করার মার্কিন পদক্ষেপ মুসলিম বিশ্বে দেশটির বিষয়ে বিরূপ মনোভাব বাড়িয়ে দিয়েছে। তার মতে, শুধু মুসলিম বিশ্ব নয় গোটা বিশ্বেই এখন আমেরিকা বিরোধী মনোভাব বাড়ছে।

(ওএস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)