ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দেড় মাস হাজতবাসের পর ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র ও ঈশ্বরদীর যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল রবিবার জামিনে মুক্তিলাভ করেছেন।

আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামন মামুন পাবনার জেলা ও দায়রা জজ আদালতে তমালের জামিনের জন্য আবেদন জানালে শুনানির পর জলো ও দায়রা জজ মোহাম্মদ নূরুজ্জামান জামিনের আবেদন মঞ্জুর করেন।

এসময় তমালের পক্ষে সিনিয়র আইনজীবি অ্যাড. গোলাম হাসনায়েন, অ্যাড.বেলায়েত হোসেন বিল্লুসহ আরো কয়েকজন আইনজীবি শুনানীতে অংশগ্রহন করেন বলে জানা গেছে।

তমালের আইনজীবি অ্যাডভোকেট আকরামুজ্জামন মামুন জানান, গত ২৯শে নভেম্বর সাংবাদিক মারধরের ঘটনার অভিযোগে ডিবিসি নিউজের সাংবাদিক পার্থ হাসান বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন। তমাল গত ১৩ ডিসেম্বর পাবনার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এরপর ৫ বার নিন্ম আদালতে তমালের জামিনের আবেদন নামঞ্জুর হয়। পরে রবিবার পাবনার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)