রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছে রায়পুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে পৌরসভা চত্বরে শুরু হওয়া কর্মবিরতি চলবে মঙ্গলবার পর্যন্ত। কর্মবিরতির কারণে পৌরসভার সকল সেবা বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কর্যালয় সেবা নিতে আসা পৌরবাসী।

কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রায়পুর শাখার সভাপতি ও পৌর প্রকৌশলী জুলফিকার হোসেনের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মানিক, ডাঃ আল ইমরান, কামরুল হাসান রাছেল, কর নির্ধারক আনিছুল হক, পরির্দশক রুমানুর রহমান, কর আদায়কারী এজাজ হোসেন প্রমুখ। এ সময় রায়পুর পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগেইও একই দাবিতে একাধিক এ কর্মসূচী পালন করেন তারা।

কর্মসূচিতে বক্তরা বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার জনগণের মৌলিক সেবাসমূহ প্রদান করেও ঠিকমত বেতন পাচ্ছেন না, পাচ্ছেন না কোনো অবসর ভাতা। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। বক্তারা অবিলম্বে তাদের দাবি পূরণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বর্তমানেও তাঁরা প্রায় তিন মাসের বেতন পাচ্ছেন না এ পৌর সভায়। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলবে।

(এমআরএস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)