গাইবান্ধা প্রতিনিধি : দেশজুড়ে আগামীকাল সোমবার প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রবিবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ ক্যম্পাস থেকে জোটের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেলগেটে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে থেকে ছাত্রজোটের নেতারা আগামীকাল সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করার আহবান জানান।

উল্লেখ্য, ঢাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামিকাল ২৯ জানুয়ারী সারাদেশে ছাত্র ধর্মঘটের সমর্থনে এবং গাইবান্ধা সরকারি কলেজে ছাত্রলীগ কর্তৃক ধর্মঘটের লিপলেট কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ১নং ট্রাফিক মোড়ে এসে সমাবেশ করে।

(এসআইআর/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)