কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ১শ ৮৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের ১শ ৬৫ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।  

রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: জুলফিকার হোসেন।

সিনিয়র সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর ভূঞার পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র অভিভাবকগণের পক্ষে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশ্রী সরকার, সাদ্দাম হোসেন, মির্জা রেদওয়ানুল হক, সুদিপ্ত চক্রবর্তী ও মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী নামিরা হক দৃষ্টি। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ স্কেল,কলম ও প্রবেশ পত্র তুলে দেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)