স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ছয় কেজি স্বর্ণসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছেন বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। একটি ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারের ভেতরে অভিনব কায়দায় স্বর্ণগুলো রাখা ছিল।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিকের নাম সৌমিক দত্ত। তিনি স্বর্ণগুলো ছোট আকারের বল বানিয়ে কম্প্রেসারের ভেতরে করে নিয়ে আসেন।

ঢাকা বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার ওথেলো চৌধুরী জানান, সিঙ্গাপুর থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতীয় নাগরিক সৌমিক দত্ত গভীর রাতে ঢাকায় নামেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর একপর্যায়ে ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারে বিশেষ কায়দায় রাখা ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরে সৌমিক দত্তকেও আটক করা হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ২৯, ২০১৮)