স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর্জেন্টিনা-বেলজিয়াম ব্রাজিল বিশ্বকাপে আজ শনিবার রাতে শেষ আটের লড়াইয়ে নামছে। ব্রাসিলিয়ার এসতাদিও ন্যাসিওনলে ফের লিওনেল মেসির দিকে তাকিয়ে সাবেলা ব্রিগেড। অন্যদিকে টিম গেমই ভরসা বেলজিয়ামের।

সেই মেসির দিকে লাতিন আমেরিকা বনাম ইউরোপের লড়াই ফুটবলবিশ্বের নজর। শনিবার বিশ্বকাপের শেষ আটের ম্যাচে ইউরোপ বনাম লাতিন আমেরিকা লড়াই। ব্রাসিলিয়ায় মুখোমুখি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনা ও ডার্ক হর্স বেলজিয়াম। শেষ দুটো বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল ম্যারাডোনার দেশকে।

এবার প্রতিপক্ষ বেলজিয়াম। শেষ আটের লড়াইয়ে কি মেসি নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে সাবেলার ব্রিগেড। কোয়ার্টার ফাইনালের আগে সেটাই বড় প্রশ্ন। টানা চারটে ম্যাচ জিতলেও নীল সাদা জার্সিধারীরা নজর কাড়তে পারেনি। মেসি ম্যাজিকের ওপর ভর করে ম্যাচের পর ম্যাচ জিতছে আর্জেন্টিনা।

ফুটবলবিশ্ব কোয়ার্টার ফাইনালেও সেই মেসির বা পায়ের জাদু দেখার অপেক্ষায়। তবে বাকিদের ফর্ম নিয়ে দুশ্চিন্তা আর্জেন্টিনা শিবিরে। সুইজারল্যান্ডকে হারাতেই ১১৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেই তুলনায় বেলজিয়াম অনেক কঠিন প্রতিপক্ষ।

কার্ড সমস্যায় খেলতে পারবেন না মার্কোস রোজো। পরিবর্তে খেলতে পারেন হোসে বাসান্তা। এখনও খেলার মতো অবস্থায় আগুয়েরো না থাকায় সুযোগ পাচ্ছেন লাভেজ্জি। মাঝমাঠের হাল ফেরাতে কাল ঘাম ছুটে যাচ্ছে সাবেলার। অন্যদিকে ছন্দে রয়েছে মার্ক উইলমোটসের দল। গোলরক্ষক থেকে ফরওয়ার্ড।

এবারের বেলজিয়াম দলে ইউরোপের সেরা ক্লাবে খেলা অনেক ফুটবলার। গোলে কর্তুয়া, রক্ষণে কম্পানি ও ফরওয়ার্ডে হ্যাজার্ড এই দলের সেরা তারকা। অন্য দলগুলোর তুলনায় অনেক ওপেন ফুটবল খেলতে পছন্দ করেন হ্যাজার্ডরা। তাই আর্জেন্টিনার সামনেও গোল করার সুযোগ থাকছে।

আমরা এক নজরে দেখে নেব চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা আর বেলজিয়ামের তুল্যমুল্য পরিংসখ্যান। শনিবারের ম্যাচের আগে মোট চারবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। যার মধ্যে তিনবার জিতেছে আর্জেন্টিনা ও একবার জিতেছে বেলজিয়াম। পরিসংখ্যানের বিচারে যতই এগিয়ে থাকুক মেসিরা এবারের বেলজিয়াম দল অঘটন ঘঠানোর ক্ষমতা রাখে।

(ওএস/পি/জুলাই ০৫,২০১৪)