রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী এক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফছার আলী সরদারের সভাপতিত্বে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইনার গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর কাজী মরিয়ম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ঘুষ এবং দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আগমাী প্রজন্ম হিসাবে দেশের দায়িত্ব তোমাদের নিতে হবে। তিনি বলেন তোমাদের মাদক থেকে দূরে থাকতে হবে। শীতকালে শাকসবজী খাওয়ার গুরুত্ব আরোপ করে তিনি বলে মৌসুমী শাক সবজী দেহের গঠতে সহায়ক ভূমিকা পালন করে।

এ সময় তিনি রাজবাড়ীতে সম্প্রতি তরুণ প্রজন্মের মানুষ উইনার গ্রুপের চেয়ারম্যানের প্রংশসা করেন এবং বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উইনার গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি পরিবারের সকল সদস্যদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন গবীর মেধাবী ছাত্র-ছাত্রীরা ভাল করলে আগামীতে তার প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রদানের ব্যবস্থা থাকবে।

আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিরতণের মধ্য দিয়ে এ বছরের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে।

(ডিবি/এসপি/জানুয়ারি ২৯, ২০১৮)