স্পোর্টস ডেস্ক, ঢাকা : অনেকেই মুষড়ে পড়েছেন, ব্রাজিল বিশ্বকাপ থেকে নেইমারের বিদায় খবরে। যার হাঁটুর আঘাতে ছিটকে যেতে হয়েছে নেইমারকে সেই কলম্বিয়ার ডিফেন্ডার  জুয়ান জুনিগাও চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন নেইমার৷

জুনিগা মাঝ মাঠে নেইমারের কাছ থেকে বলের দখল নিতে লাফিয়ে উঠেছিলেন। কলম্বিয়ার এই ডিফেন্ডারের হাঁটুর আঘাতে ৮৮ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় নেইমারকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখা গিয়েছে পিঠের হাড় ভেঙে গিয়েছে ব্রাজিলের সুপার স্টারের৷

সেইসঙ্গে বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন নেইমার৷ তাই হাঁটুতে আঘাত করার জন্য আফসোস করছেন কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগাও৷ কী বলছেন তিনি? জুনিগা বলছেন, ‘ আমি নেইমারকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি৷ মাঠে দেশের হয়ে লড়াই করি৷ প্রচণ্ড শক্ত ম্যাচ ছিল ৷

আমরা এই ম্যাচটি জিততে চেয়েছিলাম৷ চেয়েছিলাম আমরা গোল করি৷ তাই শুরু থেকেই সিরিয়াস ছিলাম৷ আশা করি ওর চোট গুরুতর নয়৷ নেইমার ব্রাজিল ও ফুটবল বিশ্বের দুরন্ত প্রতিভা৷ ও যাতে দ্রুত সুস্থ হয়ে তার জন্য প্রার্থনা করছি ভগবানের কাছে৷’

(ওএস/পি/জুলাই ০৫,২০১৪)