ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর নামক এলাকায় অটোচার্জার গাড়ির ধাক্কায় বিথি (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার দুপুরে ঐ ইউনিয়নের কালুক্ষেত্র বড়তলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, সদর উপজেলা ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শেণীর শিক্ষার্থী বিথি (৭) স্কুল ছুটি হওয়ার পরে বাসায় যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গেলে একটি অটোচার্জার শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।বাজারের লোকজন বিথিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে কালুক্ষেত্র বাজার এলাকার লোকজন অটোচার্জার গাড়িটিসহ চালককে আটকে রাখে। এসময় উত্তেজিত জনগণ রাস্তায় গাছের গুড়ি দিয়ে প্রায় দেড় ঘন্টা রাস্তা অবোরধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় ও অটোচার্জার গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

(এফআইআর/এসপি/জানুয়ারি ২৯, ২০১৮)