অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনা জেলা ডিঙিয়ে দ্বিতীয় পর্যায়ে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পাথরঘাটা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মারজানা রহমান মৌরী। এর আগে ২৩ জানুয়ারি বরগুনা জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয় সে।

২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রথমে পাথরঘাটায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার পর ২৩ জানুয়ারি বরগুনা জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার ২৭ জানুয়ারি বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করেন বরিশাল বিভাগীয় প্রশাসন। গতকাল শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এ ঘোষনা দেন।

মৌরী ৫ম ও ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুল স্কলারশীপ পেয়েছে। তাসলিমা মেমোরিয়াল একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে এবং বরিশাল শিক্ষাবোর্ডের স্কলারশীপ পেয়েছে। তার বাবা মো. মাহবুবুর রহমান পাথরঘাটা কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক এবং তার মা সালমা আখতার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।


(এটি/এসপি/জানুয়ারি ২৯, ২০১৮)