স্টাফ রিপোর্টার : দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে অসহিষ্ণু আন্দোলনের হুমকি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর সেই আন্দোলনের জন্য প্রস্তুত হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক জোটের এক আলোচনায় এই হুমকি দেন দুদু। তবে এই অসহিষ্ণু আন্দোলন বলতে কী বোঝায় সেটা ব্যাখ্যা করেননি তিনি।

দশম সংসদ নির্বাচন বানচালে ২০১৩ ও ২০১৪ সালের ১২ জানুয়ারি পর্যন্ত সহিংস আন্দোলন করেছে বিএনপি। এরপর ২০১৫ সালের শুরুতে সরকার পতনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেমে খালি হাতে ঘরে ফেরে দলটি। তাদের প্রতিটি কর্মসূচিতেই ব্যাপকভাবে পেট্রল বোমায় পুড়েছে মানুষ, হামলা হয়েছে সরকারি সম্পত্তিতে।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। ২৫ জানুয়ারি রায়ের তারিখ দেয়ার পর থেকেই বিএনপি নেতারা রায় বিরুদ্ধে গেলে আন্দোলনের হুমকি দিচ্ছেন।

দুদু বলেন, ‘বেগম জিয়াকে জেলে নেয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণ রাস্তায় নেমে আসবে।’

‘প্রধানমন্ত্রী যাচ্ছেন সিলেট যাত্রায় আর খালেদা জিয়া যাবেন জেলযাত্রায় এটা কখনো হতে পারে না। তবে আমাদের আন্দোলন হবে অসহিসষ্ণু। ৮ ফেব্রুয়ারির সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত হন।’

একই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ৮ ফেব্রুয়ারি যে রায় দেয়া হবে, সেটি সংবাদ পাঠকের মতো পাঠ করবেন বিচারক।

গয়েশ্বর বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) খবর সংগ্রহ করে অফিসে নেন, একজন পাঠ করেন। তেমনি ৮ তারিখে বিচারক সাহেব রায় পাঠ করবেন।’

গয়েশ্বর বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ৮ ফ্রেব্রুয়ারির রায় দিয়েছেন, এরশাদ ও রাঙ্গা রায়ের কথা বলেছে। আরও অনেকেই বলেছেন, তারা অনেক খুশি। তারা মিষ্টির দোকানেও অগ্রিম বুকিং দিয়েছে।

সংগঠনের সভাপতি হাসানুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা ব্ক্তব্য রাখেন।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)