স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ সময় শনিবার ভোর দুইটায় মুখোমুখি ব্রাজিল ও কলম্বিয়া ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ এর প্রথম কোয়ার্টার ফাইনালে। স্বাগতিক ব্রাজিল এই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে সেমি ফাইনাল নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে ল্যাটিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়া। এই ম্যাচে ব্রাজিলের মেসি বলে খ্যাত নেইমার ছিটকে পড়েছেন। কলম্বিয়ান ডিফেন্ডার জুয়ান জুনিগা’র হাঁটু নেইমারের মেরুদণ্ডে আঘাত করে। এরপর মাঠের বাইরে চলে যেতে হয়েছে ব্রাজিলের এই তরুণ খেলোয়াড়কে। শুধু এই ম্যাচই নয়, পুরো বিশ্বকাপেই আর মাঠে নামতে পারবেন না তিনি।

এই ঘটনার পর ফুটবলপ্রেমীরা ব্যাপক খেপেছেন! আর ব্রাজিলের ভক্তদের কথা তো বলার প্রয়োজনই রাখে না। প্রিয় খেলোয়াড়ের এভাবে মাঠ প্রস্থান তারা কীভাবে সহ্য করবেন! অথচ এই ম্যাচে কিন্তু ব্রাজিলই বেশি ফাউল করেছে। আর এটি ঢাকা পড়ে গেছে কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার কারণে। ব্রাজিলের ফাউলের পরিমাণ ২৭, আর কলম্বিয়ার ২২।

ফাউলের পরিমাণ যাই হোক, কলম্বিয়াকে ধুয়ে-মুছে ফেলছেন ব্রাজিলের সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যেন কলম্বিয়া ঝড় হচ্ছে!

(ওএস/পি/জুলাই ০৫,২০১৪)