বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : সোনালী ব্যাংকের পটুয়াখালীর বাউফল শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলামের
বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অনৈতিক অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২৫ জানুয়ারি বাউফল পৌর সদরে আসার পথে চেক বই (হিসাব নং-১০৯২৪৪) হারিয়ে ফেলেন হোসনে আরা নামে এক গ্রাহক । সোমবার এ বিষয়ে বাউফল থানায় একটি সাধারন ডায়েরী করেন তিনি। এরপর জিডির কপি জমা দিয়ে নতুন চেক বই পেতে যোগাযোগ করলে তার কাছে ৭শ’ টাকা দাবি করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম; অন্যথায় তিনি চেক বই পাবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে ওই গ্রাহক হোসনে আরা বাধ্য হয়ে ৭শ’ টাকার বিনিময়ে নতুন চেক বই তুলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর সদরের অপর এক ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, হারিয়ে যাওয়া চেক বই পেতে ইনডেমনটি বন্ডের ৩শ’ টাকাসহ চেক বইয়ের জন্য ২৯ টাকা নেওয়ার বিধান রয়েছে। এর বেশি টাকা নেয়ার প্রশ্নই ওঠে না।

এ ব্যাপারে ব্যবস্থাপক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘৭শ’ টাকা নয় আমি ৬শ’ টাকার কথা বলেছি ।’ তবে হারিয়ে যাওয়া চেক বই তুলতে ৬শ’ টাকা দিতে হবে এমন কোন নির্দেশনা দেখাতে পারেন নি তিনি।’

(এমএবি/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)