ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া মহল্লায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, শহরের ঘোষপাড়া মহল্লার নেজামত উল্লার ছেলে জাহাঙ্গীর আলম জুয়েল তিলে তিলে গড়ে তোলেন গ্রামীণ ডিপার্টমেন্টাল ষ্টোর।সম্প্রতি তিনি একমিসহ কয়েকটি কোম্পানীর ডিলারশিপ নেন। কোম্পানীতে অনলাইন করার জন্য দোকানের বিক্রির দুই লক্ষটাকা সহ বিকাশ লেনদেনের প্রায় বিশ হাজার টাকা গচ্ছিত রেখে মঙ্গলবার দুপুরে কাঁচা বাজার করতে শহরের কালীবাড়ি বাজারে যান, ফিরে এসে দোকানের তালা ভাঙ্গা দেখে তিনি অস্থির হয়ে পড়েন।দোকানের ভেতরে ঢুকে দেখেন তাঁর গচ্ছিত প্রায় দুইলক্ষ বিশহাজার টাকা চুরি হয়ে গেছে।

জুয়েল জানান, এটিই তাঁর মূল পুঁজি ছিল। তিনি এখন পথে বসেছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে ৫/৬ জন ৩০/৩২বছরে যুবক দোকান ঘিরে রেখেছিল। যাবার সময় তাদের হাতে ছোট শাবল দেখা গেছে।দোকান আগলে রাখার জন্য তাঁরা বুঝে উঠতে পারেনি যুবকরা কিছু করছিল কিনা।

ঠাকুরগাঁও সদর থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাটি প্রশাসন জানে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল বলে জানান।তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেয়েছি আসামী সনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

(এফআইআর/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)