পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়ার তত্তিপুরস্থ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এফএইচ এসোসিয়েশনের আঞ্চলিক অফিসে গত মঙ্গলবার সংস্থার ৮টি প্রাক প্রাইমারী স্কুল শিক্ষিকা ও উন্নয়ন কর্মীদের সমন্বয়ে শিশু বান্ধব ও শিশু উন্নয়ন কেন্দ্র হিসেবে এবং অধিক শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষাদান করণে দিন ব্যাপী লার্নিং শেয়ারিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কসপে ফেসিলেটর হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র উপস্থাপনা করেন এফএইচ এসোসিয়েশনের এডুকেশন ম্যানেজার রমজান আলী রুবেল।

অনুষ্ঠানে শিশুদের বিনোদনের মাধ্যমে, খেলার মাধ্যমে, শিক্ষার্থীদের পছন্দ ও আগ্রহের কর্নারের মাধ্যমে ও অধিক উপকরণের মাধ্যমে শিশু বান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষিকাদের হাতেকলমে শিক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক মোক্তার হোসেন, এফএইচ এসোসিয়েশনের এরিয়া টিম লিডার পরিতোষ বাড়ৈ ও মানিক রামবারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

(এমএইচ/এসপি/জানুয়ারি ৩১, ২০১৮)