ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের শিক্ষার্থী রুমি নোমানের সঞ্চালনায় ও কনজুমার ইয়ুথ’র ইবি শাখার সভাপতি ইমরান শুভ্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাখা কনজুমার ইয়ুথের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাম্মি আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মেহের আলী বলেন, ‘আমরা যা খাই তাতে আমরা সৃষ্টিকর্তার বিশেষ কৃপায় বেঁচে আছি। খাদ্য দূষণের সাথে আমাদের চরিত্রও দূষণ হয়েগেছে। এ জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ড. শাম্মি আক্তার বলেন, ‘খাদ্যে ভেজার প্রতিরোধের জন্য প্রতি জেলায় ও উপজেলায় কনজুমার ইয়ুথের কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। এবং এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

সভাপতির বক্তব্যে ইমরান শুভ্র বলেন, ‘জাতিসঙ্ঘে ভোক্তাদের জন্য ৮টি অধিকার রয়েছে। কনজুমার ইয়ুথ বাংলাদেশ সে অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধি করছে।’


(এসআই/এসপি/জানুয়ারি ৩১, ২০১৮)