স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের বিজ্ঞানভীতিকে দূর করার নির্দেশনামূলক ‘বিজ্ঞানের মজার পাঠশালা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার শেলটেক লাউঞ্জে তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন দুই উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরী ও রাশেদা কে. চৌধুরী এবং অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এনভয় ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ।

বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ড. জেবা আই সেরাজ।
দেশের সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীর বিজ্ঞানভীতিকে বিজ্ঞানপ্রীতিতে পরিণত করার জন্যই বইটির প্রকাশ। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের এ পাঠ্যবই ছবি ও এক্সপেরিমেন্ট সহকারে আরো সহজ ও সাবলীল করে শিশুতোষ উপযোগী করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের বিজ্ঞান পাঠে আগ্রহী করে তোলার জন্য প্রাথমিকভাবে বইটির ২০০০ কপি বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

বইটি শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান শেলটেক ও সেরাজ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হয়েছে।

(ওএস/এস/জুলাই ০৫,২০১৪)