সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখান উপজেলায় লালনভক্ত গুনীজনদের হাতে সম্মননা ক্রেস্ট তুলেদিয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত আদিধারার লালনসঙ্গীত উৎসব গতকাল বুধবার দিবাগত রাত ২ টায় শেষ হয়েছে। 

উপজেলার ইছাপুরার এম. জে. হলিডে রিসোর্টের আয়োজনে রিসোর্টের অতিপ্রাকৃত প্রাচীন স্থাপত্য নিদর্শন সমৃদ্ধ নান্দনিক অঙ্গনে এই উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন জেলার সাধুশিল্পীগন লালনসঙ্গীত পরিবেশন করেন। রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে লালনভক্ত গুনীজনদের হাতে সম্মননা ক্রেস্ট তুলেদেন উৎসবের আয়োজক এম.জে. হলিডে রিসোর্টের স্বত্তাধীকারি মোমেন রানা।

যাদেরকে সম্মননা ক্রেস্ট দেওয়া হয় তারা হলেন- চলচিত্রকার জেনেসার ওসমান, সমাজ সেবক আব্দুল কুদ্দুছ ধীরণ, প্রফেসর আনোয়ার হোসেন বাদল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সিরাজদিখান থানা ওসি আবুল কালাম, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কে.এন. ইসলাম বাবুল ও সাংবাদিক মঈনুদ্দিন সুমন।

অনুষ্ঠানে যে সকল সাধুশিল্পীগন লালনসঙ্গীত পরিবেশন করেছেন ফকির আবুল হোসেন শাহ (চুয়াডাঙ্গা), জেসমিন আরা পারুল (ঝিনাইদাহ), ফকির নিজাম উদ্দিন লালনী শাহ (মাগুরা), ঝরনা সরকার (ঝিনাইদাহ), ফকির আব্দুল মান্নান শাহ (কুষ্টিয়া), ফকির হারুন অর রশীদ শাহ (মেহেরপুর), ফকির আহসান আলী শাহ (ঝিনাইদাহ), ফকির আলীয়ার শাহ (চুয়াডাঙ্গা), ফকির আরজু শাহ (ঝিনাইদাহ), শরিফ সাধু (পাবনা), হীরক রাজা (নড়াইল), প্রভাষক এজাজ আহমেদ (সিরাজদিখান) এবং স্থানীয় শিল্পী শিতল ও রেশমী।

(এসডিআর/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)