পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গত বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

তিনি বলেন, পাংশায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে ভালো। কিন্তু পদ্মা নদীর বেড়ীবাঁধের উপর অবৈধ ভাবে বালুর ব্যবসা বন্ধ করতে হবে। বেড়ীবাঁধের উপর বালুর পাহাড় গড়ে তোলা হয়েছে। বালু বহনের জন্য ভারী ট্রাক ব্যবহার করা হচ্ছে। এতে বেড়ীবাঁধ হুমকীর মুখে পড়েছে। বেড়ীবাঁধ রক্ষা করতে হবে। ভারী ট্রাক চলাচলের ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে।

জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসন ও জনপ্রতিনিধের দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। এমপি জিল্লুল হাকিম বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে। পুলিশের তৎপরতার পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার গুরুত্বারোপ করেন তিনি।

আইন শৃঙ্খলা কমিটির সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা থানার অফিসার ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খান্দকার সাইফুল ইসলাম (বুড়ো), হাবাসপুর ইউপির চেয়ারম্যান মো. আব্দুল আলিম, পাট্টা ইউপির চেয়ারম্যান মো. আব্দুর রব মোনা বিশ্বাস, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার, মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, যশাই ইউপির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য, ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএইচকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)