বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বহিরাগত অবৈধ অনুপ্রবেশ, নকল সরবরাহ, কক্ষ পরিদর্শকের পক্ষপাত অচরণসহ বিগত দিনের নানা অনিয়ম পরিহার করে সিসি ক্যামেরায় পটুয়াখালীর বাউফলের ১৭ কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, পেছনের দিনগুলোর নানা ত্রুটি-বিচ্যুতির উত্তরণ ঘটিয়ে সিসি ক্যামেরা সুবিধায় আজ বৃহস্পতিবার উপজেলার সকল কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা মনিটরিং করা গেছে। সিসি ক্যামেরায় মনিটরিংয়ের কারণে একযোগে ১৭টি কেন্দ্রের অনুষ্ঠিত পরীক্ষাই সুষ্ঠু ও নকলমুক্ত পরিবশে নেওয়া সম্ভব হয়েছে।

এবছর উপজেলায় মোট ৬৩৫০ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। ভ্যানুসহ মোট ১৭ টি কেন্দ্রে বসানো হয়েছে ১৭০টি ক্যামেরা। প্রত্যেক কেন্দ্র সচিবের রয়েছে পুরো কেন্দ্র মনিটরিংয়ের ব্যাবস্থা। উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে রয়েছে একই সঙ্গে পুরো উপজেলার সবগুলো কেন্দ্র মনিটরিংয়ের ব্যাবস্থা। বিশেষ সফয়ারের মাধ্যমে মোবাইলফোনের মাধ্যমেও মনিটরিং করতে পারছেন তিনি পরীক্ষার সকল কার্যক্রম। কেন্দ্র ও ভ্যানু সংশ্লিষ্ট বিদ্যালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের সহোযোহিতায় বসানো হয় এসব সিসি ক্যামেরা।

আগামি দিনে সকল পাবলিক পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ এমপি, জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিকদের পরামর্শে সিসি ক্যামেরা স্থাপন করে এ ধরণের সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে।’

(এমএবি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)