বিশেষ প্রতিবেদক : হেফাজতে ইসলামের আমির আল্লামা আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে চট্টগ্রামে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

চট্টগ্রামে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে আসা স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায়।

হেফাজতে আমিরের সাথে দেখা করার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরে সকলের উপস্থিতিতে দেশ ও জনগণের মঙ্গল কামনা চেয়ে হেফাজতের আমিরের মোনাজাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আসাদুজ্জামান খাঁন কামাল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের আগে এই সাক্ষাতকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে অনেকে। বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণার কথা রয়েছে।

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, রাজনৈতিক কোন বিষয়ে এই সাক্ষাৎ কি না আমরা জানি না। তবে হেফাজত আমিরের সঙ্গে মাননীয় মন্ত্রী সৌজন্য সাক্ষাত করেন বলে জানান।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)