মদন (নেত্রকোনা) প্রতিনিধি : হামাগুড়ি দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করলো প্রতিবন্ধী আজহারুল এ শিরোনামে দৈনিক ইত্তেফাকে গত শুক্রবার সংবাদ প্রকাশের পর সেই আজহারুলের দায়িত্ব নিলেন উপজেলা প্রশাসন।  

শনিবার মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জাহাঙ্গীরপুর টি. আমিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আজহারুলের নিকট জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে পরীক্ষায় যাতায়াত খরচ ৫ হাজার টাকার চেক তার হাতে তুলে দেন এবং পরবর্তীতে পড়াশুনার যাবতীয় খরচসহ প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

একই সময় আওয়ামীলীগের সম্ভাব্য সংসদ প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) মনঞ্জুরুল হকের পক্ষে ইয়াসিন মিয়া আজহারুলের যাতায়াত বাবদ ১হাজার ৫শ টাকা প্রদান এবং পরবর্তীতে প্রয়োজনীয় সহায়তা দেয়ার ঘোষণা দেন।

এ সময় বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি বাহার উদ্দিন বাবুলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

(এএমএ/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)