সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘ঢাকা আন্তর্জাতিক কবিদের শিখর ২০১৮’ অংশ গ্রহণে দেশি-বিদেশি ৭টি দেশের কবিদের রম্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরের তানিয়া বাগানে টাচিং সোল্স ইন্টারন্যাশনালের (টিএসআই) আয়োজনে বিভিন্ন দেশের খ্যাতিমান এ কবিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন দেশ থেকে আগত বিখ্যাত কবিদের মধ্যে ইংল্যান্ডের কবি এজনেস মেয়াডোস, জাপানের কবি টেনডো তাইজিন, মেরেরুরের কবি জুয়েস আসোনতাংতাং, মিশরের কবি ইব্রাহীম ইলমান্স, তাইওয়ানের কবি মিয়াও য়েই তু, কলামবিয়ার কবি মারিও মাথর, আমিনুর রহমান, জাহিদুল হকসহ দেশের গুণী কবিরা উপস্থিত ছিলেন।

এসময়ে তারা তানিয়া বাগানে বৃক্ষ রোপণ, পরির্দশণ বইয়ে স্বাক্ষর, সংরক্ষিত বোর্ডে নিজ দেশের ভাষায় লেখা ও স্বাক্ষর এবং বাগানের পুকুরে বর্শি দিয়ে মাছ ধরে আড্ডাকে প্রাণবন্ত করে তুলেন।

(এসডিআর/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)