স্পোর্টস ডেস্ক : রবিবার ঢাকায় ফিরছেন সাকিব। যদিও তার ফেরার কথা ছিল আগামী মাসে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনার কারণে রবিবারই ঢাকায় ফিরছেন তিনি। গত ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ঢাকা ছেড়েছিলেন সাকিব। মাঝপথে লন্ডনে যাত্রা বিরতি দিয়েছিলেন দেশের সেরা অলরাউন্ডার।

তখন নতুন খবর চাউড় হয়, সাকিব অনুমতি না নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছেন। শনিবার এ নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে। যদিও শনিবারের আগেই সাকিবকে ফিরে আসার আহ্বান জানিয়েছে ক্রিকেট অপারেন্স কমিটি।

এখন দেখার বিষয় সাকিব বিসিবির ডাকে কতটুকু সাড়া দেন। সূত্র মতে জানা গেছে, সাকিব রবিবার সকালের দিকে ঢাকায় ফিরতে পারেন।

(এইচআর/জুলাই ০৬, ২০১৪)