গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় জোর পূর্বক দোকানঘর উত্তোলন করায় আদালতে মামলা করেছে জমির রেকর্ডীয় মালিক গং এর পক্ষে লক্ষ্মী নারায়ন দাস। মামলাটি আদালত আমলে নিয়ে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিবাদীগণকে। 

বিবাদীগণ হলেন, বাসুদেব দাস, নাসির উদ্দিন হাওলাদার, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন সরদার সহ নাম না জানা আরো অনেকে।

বাদী লক্ষ্মী নারায়ন দাস প্রতিবেদককে বলেন, আদালতের মামলা থাকা স্বত্ত্বেও বিবাদীগণ জোর পূর্বক পাকা দোকান ঘর নির্মান করছে।

তিনি আরো জানান, এলাকার কিছু কুচক্রি মহল নিয়ে মোটা অংকের টাকা দিয়ে দিনভর পাকা বাড়ী নির্মান করছে। উল্লেখ উপজেলার ডাকুয়া ইউনিয়নে পশ্চিম পাড় ডাকুয়ায় দলিল মুলে রেকর্ডীয় জমিতে জোর পূর্বক দোকান ঘর উত্তোলন করতে ছিল এলাকার প্রভাবশালীরা।

তিনি জানান, ঐ জমির দলিল ও রেকর্ডীয় মুলে মালিক লক্ষ্মী নারায়ন দাস বাদী হয়ে বাসুদেব দাস সহ ৬ জনের বিরুদ্ধে গলাচিপা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। যার নং- এমপি-৬১৯/১৭। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার ওসি ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ০৫/১২/২০১৭ ইং তারিখে ১৩৮ স্মারকে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ছাব কবলামুলে দলিলের মাধ্যমে বাদী ও বিবাদীর কথা উল্লেখ আছে বলে তিনি জানান।

এ বিষয়ে গলাচিপা থানার এসআই ইব্রাহিম প্রতিবেদককে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিবেদন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

বাদী লক্ষ্মী নারায়ন দাস প্রতিবেদককে জানান, আমার বাপ-দাদার আমল থেকে ঐ জমি আমাদের ভোগ দখলে। হঠাৎ করে এলাকার একটি কুচক্রী মহল রাতের আধাঁরে ঘর তুলতে চেয়েছিল। আমি এ ব্যাপারে একটি মামলা করেছি । মামলাটি শুনানীর জন্য তারিখ ধার্য্য হয়েছে। আমি মাননীয় সংসদ সদস্যর বরাবরে ১৫/১২/২০১৭ ইং তারিখে একটি লিখিত আবেদন করি। জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী-০৩ ইউএনও বরাবরে আবেদনটির সঠিক তদন্তের জন্য জোর সুপারিশ করেন।

ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাদল খান প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। ঐ জায়গার প্রকৃত মালিক লক্ষ্মী নারায়ন দাস গং ।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)