মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দীর্ঘদিনের দাবি ঐতিহ্যবাহী ‘কোদালী ছড়া’ খাল এর পূর্ণখনন কাজ পুনরায় শুরু হওয়ায় জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে । 

রবিবার শহরের চৌমুহনা চত্বরে অভিনন্দন সভার আয়োজন করেছে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম।

সংগঠনটির জেলা সভাপতি সাকির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল হাসান এর সঞ্চালনায় অভিনন্দন সভায় বক্তব্য রাখেন- দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল বাছিত খান, সাইদুল ইসলাম, মুকিদ ইমরাজ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের জেলা সহ-সভাপতি আলিম আল-মুনিম, সাংগঠনিক সম্পাদক কবি পলাশ দেবনাথ, নির্বাহী সদস্য সিরাজাম মুনিরা, নির্বাহী সদস্য টিটু পাল, নির্বাহী সদস্য ইমরান আহমদ, সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৩নং কামালপুর ইউপি শাখার সভাপতি সোহেল আহমদ ও সহ-সভাপতি নাইম আহমদ প্রমুখ।

অভিনন্দন সভায় বক্তারা ‘কোদালী ছড়া’ খননকাজ শুরু হওয়ায় মৌলভীবাজার জেলা প্রশাসক, পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের নাছিরপুর গ্রামে বরাকের পুলের দু‘পাশের বরাক নদীর তীরে সরকারি খাস জায়গায় সানমুন কেজি এন্ড জুনিয়র হাইস্কুলের নামে জবরদখল ও নাসিরপুর এতিমখানা মাদ্রাসা নির্মান এর ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশনা যতাযত ভাবে পালন না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আরিফুল ইসলাম (পরিচিতি নং- ১৭১৮০)কে প্রত্যাহার করার জোর দাবী জানান।

উল্লেখ্য, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা ও তার শাখা সংগঠন স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ সভা, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালণ করে আসছে। অভিনন্দন সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)