নীলফামারী প্রতিনিধি : নাশকতা, বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ৫ বিএনপি নেতা ও ২ জামায়াত নেতা সহ ২৩ জন আসামিকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ।

গ্রেফতাকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ সব আসামীকে গ্রেফতার করে।

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হাসানুজ্জমান তৌহিদ (৩৫), কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক মাইদুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের বিএনপি নেতা আতাউর রহমান (৪৭), একই উপজেলার পুটিমারী ইউনিয়নের বিএনপি নেতা জাকির হোসেন (৩২), ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম (৪৮),একই উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম( ৫২) জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের জামায়াতে সুরা সদস্য মোজাহেদুল ইসলাম (৩৮) সহ বিভিন্ন মামলার পলাতক ২৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নীলফামারীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, নাশকতা চেষ্টা, পরিকল্পনাকারী ও আদালত কর্তৃক বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে

(এমআইএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৮)