পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ‘শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’ এইশ্লগান বাস্তবে প্রমান হল আরও একবার । পাথরঘাটার কাকচিড়া-বাইনচটকী গ্র্রামের ১১০ পরিবার এবং নাচনাপাড়া-জ্ঞানপাড়া-মানিকখালী গ্রামের ১৪২ পরিবারকে আজ (সোমবার) পল্লী বিদ্যুতের আওতায় নিয়ে আসা হল। 

‘আমারা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার খেটেষাওয়া মানুষের সরকার। শেখ হাসিনা আপনাদেরকে ওয়াদা করেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার। আজ আপনাদের এই গ্রামগুলো পল্লীবিদ্যুতের আওতায় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াদা পুরন হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি গ্রামকেই বিদ্যুতায়নের আওতায় আনা হবে। কথাগুলো বললেন সাংসদ শওকত হাচানুর রহমান রিমন।’

তিনি আজ সকাল ১১টায় বাইনচটকী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পল্লীবিদ্যুতায়নের শুভউদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রকৌশলী শংকর কুমার কর, জেনারেল ম্যানেজার পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মো.আলমগীর হোসেন দাদু সভাপতি আ.লীগ, পাথরঘাটা উপজেলা, এড.জাবির হোসেন, সাধারণ সম্পাদক পাথরঘাটা উপজেলা আ.লীগ, আজিজুল সালাম, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি পিরোজপুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে সোমবার এক-ই দিনের দ্বিতীয়ার্ধে বিকাল ৩টায় পূর্ব নাচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুতায়নের উদ্ভোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রূপক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বরগুনা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, শেখ হাসিনার রাজনীতি হল খেটেখাওয়া মানুষের রাজনীতি।শেখ হাসিনার রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি।মানুষ আর পিছিয়ে থাকতে চায়না।

বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী ১বছরের মধ্যে পদ্মাসেতু প্রায় পুরোটাই দৃশমান হবে।এলাকার রাস্তাঘাট আর কাচা থাকবেনা। আপনারা পল্লীবিদ্যুৎ সুবিধা পেতে কারোর হাতে চাদা কিংবা টাকা দিবেন না। পরে প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় সুইজটিপে বিদ্যুতের শুভউদ্ভোধন ঘোষণা করেন।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৮)