গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ : ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন-সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর’ শ্লোগানে রোববার (৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের ১৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, স্বজন সংগ্রহ ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ মো. এমদাদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাহাদুরের সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, যুগান্তর প্রতিনিধি স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর আর.কে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার শরীরচর্চার শিক্ষক আমিরুল মোমেনীন, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, সার্ডের ম্যানেজার মো. আব্দুল বাছেদ, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, মো. সিরাজুল ইসলাম, শামাীমা খানম মীনা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন চন্দ্র আচার্য্য, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান আরিফ, সহসাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ আরিফ, গোপা দাস, পৌর স্বজনের সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ, আনিছুর রহমান, সাবিনা আক্তার টুম্পা, মীম আনোয়ার, মলন খান, মশিউর রহমান, তৌহিদুল ইসলা সুফল, মো. শাহজাহান কবির, রাতিকুল হাসান রনি, চায়না রাণী সরকার, মো. অহিদুল ইসলাম, একা, বদরুন্নাহার, সীমা আক্তার, ফাহরিয়া হক আদর, মেজমিনয়ারা কচি, পপি আক্তার, লিপি আক্তার প্রমুখ।

(এসআিএম/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)