গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার ফুলছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্যবিয়ের কুফল এবং এ সম্পর্কিত প্রচলিত আইন সম্পর্কে বিশদ আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগ, গাইবান্ধার উপ-পরিচালক (উপসচিব) মো. শফিকুল ইসলাম।

উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল, উদাখালী মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, শিক্ষক নাজিম উদ্দিন, ইমাম খাজা মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক অন্যায় এটি প্রতিহত করতে হবে, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা মেয়েদের বয়স ১৮ বছর এবং ছেলেদের বয়স ২১ বছরের আগে বিয়ে না দিতে উপস্থিত সবাইকে পরামর্শ প্রদান করেন।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)