গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বুধবার দাখিল পরীক্ষার ৩৪টি ফাঁকা অতিরিক্ত উত্তরপত্র ও নকলের কপিসহ কাজল (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

কাজল তার ডিজিটাল স্টুডিও এন্ড ফটোস্ট্যাট দোকানের ভিতরে অতিরিক্ত উত্তরপত্র লেখার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। কাজল উপজেলার কামদিয়ার আয়েজাবাদ গ্রামের ওয়াহেদুল মিয়ার ছেলে।

জানা গেছে, কাজল ডিজিটাল স্টুডিও এন্ড ফটোস্ট্যাট দোকানের ভিতরে কাজল পরীক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্র আউট করে অতিরিক্ত উত্তরপত্রে লিখে তা আবার পরীক্ষা হলে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীর নিকট সরবরাহ করত।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দাখিল পরীক্ষার বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে ৩৪টি ফাঁকা অতিরিক্ত উত্তরপত্র ও নকলের কপি সহ ফটোস্ট্যাট দোকানের ভিতর থেকে কাজলকে হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। কাজলের সাথে আরো যারা জড়িত তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

অতিরিক্ত উত্তরপত্র কেন্দ্রের বাহিরে কিভাবে গেলো এই প্রশ্নের জবাবে গোবিন্দগঞ্জ দাখিল পরীক্ষা কেন্দ্র -২ কামদিয়া দারুল উলমু সিদ্দিকীয়া আলীম মাদরাসা সচিব ও শহরগছি আলীম মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম জানান, কিভাবে অতিরিক্ত উত্তরপত্র কেন্দ্রের বাহিরে গেলো তা তিনি জানেন না। তিনি এই অতিরিক্ত উত্তরপত্র বাহিরে দেয়ার সাথে জড়িত নন। কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট কোন শিক্ষক জড়িত থাকতে পারে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত উত্তরপত্র কিভাবে কেন্দ্রের বাহিরে গেলো তা তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)